সুখবর!! কলেজ ইউনিভার্সিটির ছাত্র ও কর্মজীবীরা এবার আলেম হতে পারবেন

সুখবর!! কলেজ ইউনিভার্সিটির ছাত্র ও কর্মজীবীরা এবার আলেম হতে পারবেন ইনশাআল্লাহ!!
মাদরাসায় আবাসিকভাবে থেকে নিজের পেশা বা পড়াশুনার পাশাপাশি
✍🏻আরবী ভাষা শিখতে পারবেন,
✍🏻আলেম হতে পারবেন, (দাওরায়ে হাদীস/মাস্টার্স)
✍🏻কোরআন ও ফরজে আইন ইলম শিখতে পারবেন ইনশাআল্লাহ।
আমাদের ক্লাসগুলো ফজর পর বা এশার পরে হয়ে থাকে। তাই দিনের বেলা নিজের চাকরি, ব্যবসা কিংবা পড়াশুনায় সময় দিতে পারবেন। কাজের সময় কাজ বাকি সময় মাদরাসায় আবাসিকভাবে থেকে দ্বীন শিখবেন।
মাওলানা কোর্সসহ পুরো আয়োজন সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন ও পোস্টটি পড়ুন :
ভিডিও লিংক : https://fb.watch/oYvsRvoFmY/?mibextid=Nif5oz
প্রিয় দ্বীনি ভাইয়েরা,
আমরা অনেকেই ঢাকায় কাজ বা স্টাডির প্রয়োজন ব্যাচেলর থাকি। ব্যাচেলর বাসায় থাকা কতটুকু কষ্টকর তা আর বলার প্রয়োজন নেই।
কোরআনিক ভার্স মাদরাসার পক্ষ থেকে দ্বীনি ভাইদের জন্য সুখবর হলো, আপনারা মাদরাসার দ্বীনি পরিবেশে থাকা খাওয়ার উন্নত সুযোগ-সুবিধা পাচ্ছেন। যেখানে অবসর সময়ে আপনার দ্বীন শেখার দারুণ ব্যবস্থা রয়েছে।কোরআন শেখা থেকে শুরু করে আলেম হওয়া পর্যন্ত সকল ধরনের কার্যক্রম এখানে চলমান।
✍🏻সীমিত কোটায় আবাসিকে ভর্তি নেওয়া হবে। এছাড়াও আমাদের অনলাইন ও অফলাইনে ক্লাস করার সুযোগ রয়েছে।
আবাসিকের সুবিধাসমূহ :
★ দ্বীনি পরিবেশে সুন্দর থাকা ও ৩বেলা খাওয়ার ব্যবস্থাপনা।
★কাজের সময় কাজে চলে যাওয়া এবং বাকি সময় দ্বীনি পরিবেশে থেকে দ্বীন শেখা।
★পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়।
👇আমাদেরভছাত্রদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিন।
📖আমাদের ক্যাম্পাসে আমন্ত্রণ :
ঠিকানাঃ কোরআনিক ভার্স ইন্টারন্যাশনাল মাদরাসা, বাসা#৭০, রোড#০৪, ডি.আই.টি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা-১২১২। যোগাযোগ : 01835-411107

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
× প্রশ্ন করুন